
আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দুপুরে সুনামগঞ্জে জাতীয় পার্টির এক সমাবেশে, জনগণ ক্ষমতার পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি। দেশে গুম-খুন বেড়ে গেছে দাবি করে এরশাদ বলেন, মানুষের জীবনের আজ নিরাপত্তা নেই। এসব কারণেই দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।