ভারতীয় সিনেমার প্রথম মহিলা ‘সুপারস্টার’ শ্রীদেবী ৮০-র দশকে পুতুলের মতো চোখ আর শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন।
৫৪ বছর বয়সেও তাঁর ফিটনেস,ত্বক ও চুল ছিল চোখে পড়ার মতো। তবে উজ্জ্বল ত্বকের জন্য বেশি কাঠখড় পোড়াতে হয়নি শ্রীদেবীকে। ঘরোয়া পদ্ধতিতেই যত্ন করেছেন নিজের ত্বককে। নিজের তৈরি ঘরোয়া টোটকা ব্যবহার করেই চিরযৌবনা হয়েছিলেন শ্রীদেবী।
এক বার এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে শ্রীদেবী এই ঘরোয়া টোটকাগুলি প্রকাশ করেন।
- শ্রীদেবী নিয়মিত গ্লিসারিন মাখতেন। কারণ গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
- এছাড়াও ত্বকের মসৃণতা বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতেন তিনি।
- একটি ঘরোয়া ফ্রুট প্যাকও ব্যবহার করতেন তিনি। ২ টুকরো পাকা পেঁপে,১টি কলা, ৪টি আঙুর,২টি কমলা লেবুর কোয়া এবং এক টেবিল চামচ মধু দিয়ে একটি প্যাক তৈরি করতেন। এই মিশ্রণটি ২০ মিনিট মুখে মেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতেন তিনি। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতেন তিনি।