মিয়ানমারের মধ্যাঞ্চলে বাঁধ ভেঙ্গে অন্তত ৮৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ৬৩হাজার মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বুধবার সোয়ার এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ার পর একটি মন্দিরে আশ্রয় নেয় আশপাশের মানুষ। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা ও দমকলবাহিনী।