
বৃটেনের সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলাফলে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি।হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট। কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৯ আসন আর লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এদিকে, প্রয়োজন না থাকা সত্ত্বেও আগাম নির্বাচন দেয়ায় চাপের মুখে পড়েছেন থেরেসা মে। তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে সরকার গঠনের অনুমতি চাইতে আজই রাণীর সঙ্গে দেখা করবেন তিনি।