
রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার। সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এক প্রশ্নের জাবাবে তিনি জানান, হলি আর্টিজানের ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই আদালতে পেশ করা হবে।