নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে রাজধানীর রূপনগরে রাস্তা সংস্কার। সিমেন্টে বালু নাকি বালুতে সিমেন্ট মেশানো হচ্ছে তা না দেখলে বোঝার উপায় নেই। পরিমানের চেয়ে কম রড দিয়ে চলছে ঢালাই। সবকিছুই দিনের আলোতে ঘটলেও উদাসীন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
১০ বছর নানা দেন দরবারের পর শুরু হয় রূপনগর থেকে শিয়ালবাড়ি মোড় পর্যন্ত সড়কের সংস্কারকাজ। তবে কাজের যে মান তাতে হতাশ স্থানীয়রা।
গর্ত ভরাটের জন্য বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে কাদা মাটি। ঢালাইয়ে যে ইট ব্যবহার করা হচ্ছে তাও একেবারে নিম্নমানের। সিমেন্ট-বালুর মিশ্রণ ৪-১ অনুপাত হবার কথা। অথচ এখানে সেই অনুপাত ১-১২ অর্থাৎ এক বস্তা সিমেন্টে মেশানো হচ্ছে ১২ বস্তা বালু। ড্রেনের কাজে ইটের গাঁথুনিও নড়বড়ে।
কাজের মান তদারকিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আরো আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। যদিও ক্যামেরায় মুখ খুলতে নারাজ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।
শেষ পর্যন্ত যদি এভাবেই শেষ হয় সড়কটির সংস্কার তবে বছর না ঘুরতেই আবারো ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয়রা।