ভারতের কেরালা রাজ্যে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯জনে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রাশাসন। উদুক্কি, চেরুথানি বাঁধের গেট খুলে দেয়ায় পেরিয়ার নদীর দুই পারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে এনডিআরএফ, সেনা, নৌ, পুলিশ ও দমকল বাহিনী। গত দু’দিনে অন্তত ৫০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। সেইসঙ্গে দুর্গত এলাকায় চলছে ত্রাণ সরবরাহের কাজ। দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকারকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Authorization