ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কমলাপুরে চলছে ২০ আগস্টের ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোররাত থেকে লাইনে দাড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। তবে রাজধানীর বাস কাউন্টারগুলো ছিলো তুলনামূলক ফাঁকা।
প্রতিক্ষা ভোর রাত থেকেই। যখন সকাল গড়িয়ে, টিকিট প্রত্যাশিদের লাইন তখন স্টেশন ছাড়িয়ে সড়কে। অন্য যে কোন দিনের চেয়ে যতটা ছিলো ২০ আগষ্টের টিকিট প্রতাশিদের চাপ, ঠিক ততটাই ভোগান্তি। আর কাঙ্খিত টিকিট যখন হাতে, তখন সব ক্লান্তি যেন নিমিশেই রূপ নেয় স্বস্তিতে।
আবার টিকিট পেতে বিলম্বের জন্য অনেকেই দায়ি করেছেন কাউন্টারের ধীর গতিকে। দির্ঘ প্রতিক্ষার পরেও অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। তবে কালোবাজারিসহ সার্বিক বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর থাকলেও অভিযোগের ব্যাখ্যা দেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার।
এদিকে, রাজধানীর বাস কাউন্টারগুলো ছিল তুলনামূলক ফাঁকা। স্বস্তিতেই নিজের পছন্দ মতো টিকেট হাতে পাচ্ছেন যাত্রীরা।