নানা জটিলতায় এবার হজ্বে যেতে পারছেন না ৭’শ ২৭ জন মুসল্লি। এক্ষেত্রে এজেন্সির বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। যদিও হাবের দাবি, এসব যাত্রী স্বেচ্ছায় হজ করতে যাচ্ছেন না।
সরকাররি বেসরকারি মিলিয়ে এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা ছিল ১ লাখ ছাব্বিশ হাজার ৭’শ আটানব্বই জনের। এর মধ্যে সৌদি দূতাবাস থেকে ভিসা পাওয়া গেছে ১ লাখ ছাব্বিশ হাজার ৬২ জনের। এ পর্যন্ত সৌদি আরবে পৌছেছেন এক লাখ তিন হাজার তিন’শ ছেচল্লিশ জন। ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ না থাকলেও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ছিলো অনেক হজযাত্রীর।
মোট যাত্রীর মধ্যে এবার বেসরকারিভাবে ৬শ’ আটাশি ও সরকারি ব্যবস্থাপনায় ৩৯ জন ভিসা পাননি। হজ্ব এজেন্সিদের সংগঠন হাব কর্তৃপক্ষের দাবি, এসব যাত্রী স্বেচ্ছায় হজে যাচ্ছেন না।
এখনো হজে যেতে বাকি তেইশ হাজার চার’শ তেতাল্লিশ জন মুসল্লির। তারা সময়মতই সৌদি পৌছাবেন বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।