
মুন্সীগঞ্জের লৌহজংয় বন্দুকযুদ্ধে মকবুল হোসেন নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। আহত হয়েছেন রেবের দুই সদস্য। ভোরে উপজেলার পূর্বকুমারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। রেব জানায়, মাদক কেনাবেচার খবরে ভোরে ওই এলাকায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের লাশ এবং অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।