
সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে স্থাপিত ভাস্কর্য নিয়ে সৃষ্ট আলোচনা নতুন মোড় নিয়েছে। ভাস্কর্য তৈরির অর্থের উৎস নিয়ে তদন্ত চান বিশিষ্টজনরা। তবে এ নিয়ে তদন্ত হবে কি না তা স্পষ্ট করেননি দুর্নীতি দমন কমিশন সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল। আর যেকোন তদন্তকে স্বাগত জানিয়েছেন ভাস্কর মৃণাল হক।