
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ আঘাত হানতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপকূলের মানুষকে আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরিয়ে আনা, ঘুর্ণিঝড় পরবর্তী পুনর্বাসনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মাইকিং করা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত, মেডিক্যাল টিম গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় জেলা প্রশাসনও।