
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আই এ ই এ’র সম্মেলনে অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিনবাহিনীর প্রধানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। ৩০ মে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে প্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাসবাদ ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরবেন। এছাড়া অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান্ডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ৩১ মে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।