আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া, এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। পাশাপাশি অবৈধভাবে অন্য দেশে জ্বালানি ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠক সত্ত্বেও পিয়ংইয়ং এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুক্রবার জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনের ফাঁস হওয়া কিছু তথ্যের ওপর ভিত্তি করে এসব খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। উত্তর কোরিয়ার জাহাজ চলাচলের রুট, গন্তব্যসহ বিভিন্ন বিষয়ে নজরদারি থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পিয়ংইয়ং থেকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ও সিরিয়ায় অস্ত্র পাঠানোর প্রমাণও পেয়েছে জাতিসংঘ। এদিকে, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মকাণ্ডে অর্থায়নে জড়িত থাকার দায়ে রাশিয়ার একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
Authorization