
রোযার প্রথম দিনেই রাজধানীতে জমে উঠেছে ইফতারের বাজার। নানা রকমের মুখরোচক ইফতারী কিনতে ক্রেতারা ভিড় করছেন বাজারে। ছোলা, পেঁয়াজু, খেজুর, ফাস্টফুডসহ ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন ইফতার সামগ্রীর পসলা সাজিয়েছেন বিক্রেতারা। ছোটখাট কিছু অভিযোগ ছাড়া ক্রেতারা পছন্দসই খাবার কিনতে পারছেন। বেচাকেনা ভাল হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। এদিকে বিকেলে বাজার পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। পুরো রমজানে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।