
সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রীক ভাস্কর্য অপসারণে সরকারের কোন এখতিয়ার নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও বলেছেন সরকারের চাপে নয়, প্রধান বিচারপ্রতির সিদ্ধান্তেই ভাস্কর্য অপসারণ করা হয়েছে। গাজীপুর ও রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।