
খুব শিগগিরই সাভারে চামড়া শিল্প নগরীতে বরাদ্দ জমি নিবন্ধন, গ্যাস ও বিদুৎ সংযোগ, আদায়কৃত জরিমানা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। আর এ খাতের জন্য বিশেষ প্রনোদনা চাইলেন ট্যানারির মালিকরা। সকালে রাজধানীর একটি সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন তারা।