
নির্বাচনকালীন সরকারের কাঠামো কি হবে তা সময়মতো সবাইকে জানাবেন প্রধানমন্ত্রী, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে, এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের রুপরেখা ও কাঠামো প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন, আইনমন্ত্রণালয় নয়। মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলেও মন্তব্য করেন তিনি।