
বিচার বিভাগের প্রতি জনগনের আস্থা যাচাই করতে গণশুনানির প্রয়োজন, এমন মন্তব্য করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার বিভাগের প্রতি ৯০ ভাগ মানুষের আস্থা রয়েছে। এসময় সংবিধানের অপব্যাখ্যা না দিতে অ্যাটর্নি জেনারেলকে পরামর্শও দেন তিনি। দুপুরে, প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে, ষোড়শ সংশোধনী মামলার ষষ্ঠ দিনের শুনানিতে তারা এসব কথা বলেন।