
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েক কুমারাতুঙ্গা। দুপুরে গণভবনে দেখা করেন তিনি। এ সময় নারী শিক্ষা,সংসদীয় প্রক্রিয়া, আর্থ সমাজিক অবস্থাসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যানে কাজ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির দেশ, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এছাড়া আগামী দিনে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ন হব বলে প্রত্যাশা করেন কুমারাতুঙ্গা।