
পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে কাবা শরীফ ঘিরে তাওয়াফ সম্পন্ন করেন। এর আগে মদিনায় মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি। সৌদি বাদশার আমন্ত্রণে আরব-ইসলামিক-অ্যামেরিকান সামিটে অংশগ্রহণ করে চারদিনের সফর শেষে আজ রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে। জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।