শারীরিক প্রতিবন্ধী হয়েও কেবল ইচ্ছেশক্তির জোরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন দিনাজপুরের হিলির দুই বোন মরিয়ম ও বেবি। অভাবের সংসারে অনেক কষ্টে তাদের পড়ালেখার খরচ চালিয়ে যাচ্ছেন মমতাময়ী মা।
মনির-শাহেদা দম্পতির সংসারে পরপর জন্ম নেয় দুই সন্তান মরিয়ম ও বেবি। দুজনেই শারীরিক প্রতিবন্ধী। একটু বড় হবার পর দুজনকেই স্কুলে ভর্তি করে দেন মা বাবা। বর্তমানে বড় বোন পড়ছেন মরিয়ম হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজে স্মাতক প্রথম বর্ষে। আর ছোটবোন বেবী হাকিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে।
তৃতীয় সন্তান ছেলের জন্মের কিছুদিন পর মারা যান বাবা মনির। এরপর সংসারের হাল ধরেন মা শাহেদা। হাস মুরগি ছাগলের ছোট্ট খামার গড়ে সংসার ও তিন সন্তান সামলাচ্ছেন তিনি। পড়ালেখার পাশাপাশি মায়ের কাজেও সহযোগীতা করেন প্রতিবন্ধী দুই বোন।
সহপাঠীদের মুখেও শোনা গেল মরিয়ম ও বেবির প্রশংসা। পড়াশোনা শেষ করেই থেমে যেতে চান না দুই বোন। নিজেদের প্রতিষ্ঠা করতে চান কর্মক্ষেত্রে। তবে চাকরি বাজারের যে অবস্থা তাতে আর ভরসা পান না।
তারপরও দমে নেই এগিয়ে চলা। আগে পড়াশোনা শেষ হোক। তারপর বাদবাকি চিন্তা। এমনটাই ভাবনা মা শাদো এবং দুই বোন মরিয়ম ও বেবির।