ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। হারারে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টানলাকের বিধ্বংসি বোলিং-এ খেই হারায় পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। পাকিস্তানের প্রথম সারির ৪ উইকেট ২৪ রান তুলতেই সাজঘরে ফিরে যায়। এরপর দলকে সম্মানজনক স্থানে টেনে তোলার চেস্টায় থাকা সাদাব খানকে ব্যাক্তিগত ২৯ ও এক ওভারে আরো দুই উইকেট তুলে নেন এন্ড্রু টাই। শেষে একবল হাতে থাকতেই ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানে এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও টিম হেডের তান্ডবিয় ব্যাটিংয়ে চুরমার হয় পাকিস্তানের বোলিং লাইন আপ। শেষে অ্যারোন ফিঞ্চের ৬৮ ও টিম হেডের ২০ রানের সুবাদে ১০ ওভার ৫বল খেলে ১১৭ রান করে অজিরা।