তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। ডাবলিনে বাংলাদেশ সময় রাত ৭টায় মুখোমুখি হবে দল দুটি। এরআগেই প্রথম দুটিতে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন হোয়াইট ওয়াশের আশায় তৃতীয় ম্যাচেও জয় তুলে নিতে প্রস্তুত টাইগ্রেসরা। অন্যদিকে, অন্তত একমাত্র ম্যাচে জয় পেতে মাঠে নামবে স্বাগতিক শিবির।
Authorization