ময়মনসিংহে মিল্লাত নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। এর আগে, শহরের মাসকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মিল্লাতকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। এদিকে, কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইচ এম তানভীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পৌর নির্বাচন নিয়ে আলোচনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
Authorization