অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দিলো ইউরোপ নেতারা। অভিবাসী ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২ দিনের সম্মেলন শেষে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মতি দেন তারা। সম্মেলনের শেষ দিন দীর্ঘ ১০ ঘন্টা আলোচনার পর অভিবাসী ইস্যুতে করণীয় প্রসঙ্গে যৌথ ঘোষণা দেন ইইউ দেশগুলোর শীর্ষ নেতারা। অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার, আশ্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে যৌথ কেন্দ্র খোলা, অভিবাসীদের জন্য কাজ করতে তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশগুলোকে আর্থিক সহায়তা ঘোষণা করে ইইউ। তবে কোন দেশগুলোতে এসব আশ্রয়কেন্দ্র করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি অভিবাসীদের বহনকারী জাহাজ ভিড়তে না দেয়ায় ইতালির সিদ্ধান্তে দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে ইইউ’র সদস্য দেশগুলো। সঙ্কট নিরসনে এ সম্মেলনের ডাক দেয় ইইউ।
Authorization