রংধনুর সাত রঙে সাজানো প্রজাপতি ওষুধি গাছ সনাক্তসহ অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখে। প্রজাপতিকে পরিবেশ বান্ধব নির্দেশক প্রাণিও বলা হয়। দেশে প্রায় ৩শ’ প্রজাতির প্রজাপতির মধ্যে ২০১টি বিলুপ্তির পথে। প্রজাপতির আশ্রয় নির্ভর গাছগুলোকে ধ্বসং করাই প্রজাপতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে বলছেন গবেষকরা।
প্রজাপতি পরাগায়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঘটাচ্ছে উদ্ভিদ ও প্রাণির বৈচিত্র। ওষুধি গাছগুলো চিনিয়ে অবদান রাখছে অর্থনীতিতে। যত বেশি গাছ তত বেশি প্রজাপতি। বিভিন্ন প্রজাতির প্রজাপতি ডিম দেয়ার জন্য বেছে নেয় ভিন্ন ভিন্ন গাছ।
প্রজাপতি বিলুপ্তি ঠেকাতে বনাঞ্চল রক্ষা ও বনাঞ্চলে প্রজাপতি পার্ক তৈরির তাগিদ গবেষকদের। পরিবেশের সূচক এ প্রাণিটিকে রক্ষা করলে গতিশীল হবে অর্থনীতিও।
গবেষকরা বলছেন, বেশকিছু প্রজাতির প্রজাপতিকে রক্ষা করা গেলে অন্য যে কোন দেশের তুলনায় বাংলাদেশের জীব বৈচিত্র ভাল অবস্থায় রাখা সম্ভব।