
নাব্য সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সবধরণের ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি । এদিকে, টানা কয়েকদিনের অচলাবস্থায় বিপাকে পড়েছেন নৌরুটে চলাচলকারী মানুষজন।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট। নাব্য সংকটের কারণে গেল কদিন ধরেই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে এই রুটে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ পড়েছে লঞ্চ আর স্পীডবোটে। সেখানেও ভোগান্তি চরমে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, ঈদের পর থেকেই নদীতে নাব্যসংকট দেখা দেয়। তীব্র স্রোতের কারণে ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। তাই ডুবোচরের কারণে বন্ধ রয়েছে রো রো ও ডাম্ব ফেরি।নৌচলাচল স্বাভাবিক হতে আরও বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।
Recent articles
Comments
Comments are closed.
Jamuna
asd
Shashangka Shekhar
ok dude