
বিএনপি অংশ নিলে আগামী জাতীয় নির্বাচনে জঙ্গী হামলার আশঙ্কা কমে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গী দমনে সরকারের অবস্থান বরাবর কঠোর বলেও জানান তিনি। দুপুরে নোয়াখালীর কবিরহাটে একটি মসজিদের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। জঙ্গীরা নির্মূল হয়নি উল্লেখ করে তাদের আরও বড় হামলার প্রস্তুতি রয়েছে, এমন আশংকার কথাও জানান ওবায়দুল কাদের।