রাজধানীর বাজারে ওঠানামার মধ্যে রয়েছে সবজির দাম। আর ঈদকে সামনে রেখে বেড়েছে খাসি ও মুরগির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে বিক্রেতার ইচ্ছে অনুযায়ী। বেড়েছে প্রায় সব ধরনের মাছের দামও। আমদানি করা চালে শুল্ক আরোপের অজুহাতে আবারও দাম বেড়েছে সব ধরনের চালের।
বাজারে গিয়েই হোঁচট খান ক্রেতারা। শশা কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা, ধনেপাতা ১২০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০, করলা ৬০, টমেটো ৬০, লাউ সাইজ অনুযায়ী ৫০-৭০ টাকা, কাঁচা মরিচ ৫০টা কেজি বিক্রি হচ্ছে। তবে গেলো সপ্তাহের তুলনায় দাম কম, দাবি বিক্রেতাদের।
এদিকে ঈদকে সামনে রেখে বেড়েছে ইলিশসহ প্রায় সব ধরণের মাছের দাম। কেজিতে বেড়েছে একশ টাকা পর্যন্ত। ফ্রি-স্টাইলে কেনাবেচা হচ্ছে গরুর মাংস। বেড়েছে মুরগি ও খাসির মাংসের দাম।
বেড়েছে সব ধরনের চালের দামও। এজন্য আমদানি করা চালে শুল্ক আরোপকে দায়ী করছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকির দাবি ক্রেতাদের।