দশম জাতীয় বাজেট অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বেলা সোয়া ১১টায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির এমপি মাঈদুল ইসলামের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। পরে দুই মিনিট নীরবতা পালন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১২ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
Authorization