আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষণের হাত থেকে বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতি বছর ৫ জুন, দিবসটি পালিত হয়ে আসছে। ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদে এবং ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ এই স্লোগানে পালিত হচ্ছে দিবসটি। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির-ইউএনইপি উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বনমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন।
Authorization