চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে রন রকওয়েল হ্যানসেন নামে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করেছে মার্কিন প্রশাসন। সোমবার, সিয়াটল আদালতে হ্যানসেনকে হাজির করে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ গঠন করা হয়। ৫৮ বছর বয়সী হ্যানসেনকে গত শনিবার চীন যাওয়ার পথে সিয়াটল এয়ারপোর্ট থেকে আটক করে এফবিআই। ঘুষের বিনিময়ে দেশের প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টাসহ চোরাকারবারি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে বলে এসময় আদালত উল্লেখ করেন। এসব অভিযোগ প্রমাণিত হলে হ্যানসেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
Authorization