
পশ্চিমবঙ্গের পানির চাহিদা পুরণ করে যদি সম্ভব হয়, তাহলে তিস্তার পানি পাবে বাংলাদেশ, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার রাজ্যের কুচবিহার জেলায় প্রশাসনিক সফরে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মমতা বলেন, পানির বিষয়ে আগে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবতে হবে।বাংলাদেশকে এরআগে ফারাক্কার পানি দেয়া হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,তিস্তার পানি দেয়া হবে না এমন কথা বলা হয়নি। এসময় তিস্তায় এমনিতেই পানি নেই উল্লেখ করে অন্য নদীগুলো নিয়ে আলোচনা করার আহ্বান জানান মমতা বন্দোপাধ্যায়।