দখল, দূষণ, জলবায়ুর পরিবর্তন, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন, ভারতের এক তরফা পানি প্রত্যাহারসহ নানা কারণে প্রতিনিয়ত কমছে জলাভূমি। জলাধারের অভাবে সংকটাপন্ন জলজ প্রাণি ও উদ্ভিদ। হারিয়ে যাচ্ছে মিঠা পানির হরেক প্রজাতির মাছ। তাই জীববৈচিত্র রক্ষায় যথাযথ উদ্যোগের মাধ্যমে জলাধার সংরক্ষণের তাগিদ গবেষকদের।
জীবনের জন্য পানি। এর উৎস জলাধার। পৃথিবীর মোট খাদ্য উৎপাদনের ২৪ শতাংশ নিয়ন্ত্রণ করে জলাভূমি। দেশের সবচেয়ে বড় জলাভূমি উত্তরাঞ্চলের চলনবিল। উনিশ শতকের শুরুতে এর আয়তন ছিলো ১ হাজার ৮৫ বর্গকিলোমিটার। বর্তমানে শুধুই ৮৫ বর্গকিলোমিটার। উত্তরাঞ্চলের অন্তত ৬২টি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে। গত ৫ বছরে পদ্মা মেঘনা ও যমুনায় যে চর জেগেছে তার পরিমাণ অন্তত চার হাজার বর্গকিলোমিটার।
সুষ্ঠু পরিকল্পনায় রাজধানীর জলাধার সংরক্ষণে সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি গতিশীল হবে অর্থনীতিও। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে জলাধার সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের।