
আগামীকাল থেকে রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে কমতে পারে বৃষ্টিপাত। তবে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বছর স্বাভাবিকের চেয়ে অন্তত ৫০ ভাগ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘু চাপের প্রভাবে গত বুধবার থেকে টানা বর্ষণে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসি। জলাবদ্ধতা দেখা দেয় দেশের অনেক অঞ্চলে।