প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এই পরোয়ানা জারি করে। এর আগে, আজ সকাল ও বুধবার বিকেলে গিয়াস কাদের চৌধুরীসহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে তিনটি মামলা করা হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে আদালত ও ফটিকছড়ি থানায় চারটি মামলা করা হয় তাদের বিরুদ্ধে। এদিকে মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
Authorization