
মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী পাখির মতো মানুষ মারছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। সরকার দেশের মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছে উল্লেখ করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ার আহ্বান জানান ফখরুল। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারিও দেন বিএনপি মহাসচিব।