পাকিস্তানের করাচিতে প্রচণ্ড গরমে ৬৫ জন মারা গেছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে গত ৩ দিনে মারা যায় তারা। মঙ্গলবার হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ২০১৫ সালে শহরটিতে মারাত্মক গরমে ১৩শরও বেশি মানুষ প্রাণ হারায়। এবার সে আশঙ্কা না থাকলেও আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Authorization