রমজানে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ছোলা, মুড়িসহ বিভিন্ন সামগ্রী ঘুরে ঘুরে বিক্রি করেন ভ্রাম্যমাণ দোকানীরা। স্বাস্থ্যসম্মত নয় জেনেও বাধ্য হয়েই এসব ইফতার কিনতে হচ্ছে রোজাদারদের।
সদরঘাট টার্মিনালে এভাবেই বিভিন্ন লঞ্চে ইফতার সামগ্রী ফেরি করে ফিরছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এজন্য তাদেরকে প্রতিদিন গুনতে হয় দেড়শো টাকা চাঁদা।
এসব ইফতার সামগ্রী মোটেও স্বাস্থ্যকর নয়। দামও তুলনামূলক বেশি। তারপরও নিরুপায় লঞ্চ যাত্রীরা। এর মধ্যে সবচেয়ে সস্তা পানি। দুই লিটার মিলছে মাত্র ১০ টাকায়।
সস্তা এই পানি আনা হচ্ছে পাবলিক টয়লেট থেকে। আর জেনেশেুনেই তা কিনছেন রোজাদাররা। নিরুপায় যাত্রীরা কর্তৃপক্ষের প্রতি দাবি জানালেন, সারাদিনের ক্ষুধা তৃষ্ণা মেটাতে টার্মিনালে যেন স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি বিক্রি হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার।