
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই তিস্তা সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মহানগর নাট্য মঞ্চে কৃষক লীগ আয়োজিত এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্ত বিকিয়ে নয়, সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগ। জঙ্গীবাদ ইস্যূতে সরকার অতিরঞ্জিত করছে বিএনপির এমন মন্তব্যের সমালোচনাও করেন ওবায়দুল কাদের।