
দেশে জঙ্গি তৈরিতে মাদ্রাসার কোন ভুমিকা নেই, ইসলামকে অমর্যাদা করতেই মাদ্রাসা শিক্ষার উপর দোষারোপ করা হচ্ছে। এমন মন্তব্য করলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয়ের আওতায় ৫২ টি মাদ্রাসায় অনার্স শিক্ষা চালু করার বিষয়ে সকালে, নায়েম ভবনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ইসলাম শান্তির, মানবতার এবং কল্যানের ধর্ম। ইসলামি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা গ্রহনের মাধ্যমে বিশ্বমানের জ্ঞান অর্জন করতে হবে। আর এ জন্যই আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি জোর দেন। ফলে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ৩৫ টি মডেল মাদ্রাসা স্থাপন করেছে সরকার।