রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। তবে যাচাইবাছাইয়ে নিজ দেশের নাগরিক প্রমাণিত হওয়ার পরই বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগে নেয়া হবে। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। পরে প্রতিনিধি দলটি বৈঠক করে মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাং-এর সঙ্গে।
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং শীর্ষ জেনারেল মিন অং হ্লাং-এর সঙ্গে বৈঠক করেছেন নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছার পর ডি-ফ্যাক্টো সরকারের ওই দুই শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।
বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি জানান নিজ দেশের নাগরিক প্রমাণিত হওয়ার পরই বাংলাদেশে আশ্যয় নেয়া এসব রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগে নেয়া হবে।
পরে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিৎ। এর আগে শনিবার কক্সবাজার পৌছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন তারা। রোববার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রতিনিধি দলের