যানজট ও জলাবদ্ধতামুক্ত গাজীপুর নগরী গড়ার অঙ্গীকার করেছেন সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থী। দুপুরে সুজনের আয়োজনে জনতার মুখোমুখী অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ অঙ্গীকার করেন তারা। এদিকে, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনার পাঁচ মেয়র পদপ্রার্থী।
গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে জনতার মুখোমুখী অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক, সুজন। এতে জনগনের মুখোমুখি হন ৭ মেয়র প্রার্থী। এক মঞ্চে জনগনের আয়োজনে অনুষ্ঠানে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
এসময় নির্বাচিত হলে যানজট, জলাবদ্ধতা, বর্জ্যব্যবস্থাপনা ও শিক্ষাসহ নানা সমস্যা সমাধানে ভূমিকা রাখার কথা তুলে ধরেণ প্রার্থীরা।
এদিকে, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা সিটির ৫ মেয়র প্রার্থী। সোমবার দৌলতপুর মুহাসিন বালিকা বিদ্যালয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক। আর বিএনপির নজরুল ইসলাম মঞ্জু প্রচারণা শুরু করেন সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এবং পাইকারি কাঁচাবাজারে। দুই জনেই জয়ের প্রত্যাশার কথা তুলে ধরেণ।