
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যূবাষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জিল্লুর রহমান সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। নতুন প্রজন্মের নেতাদের তার আদর্শে উজ্জীবিত হওয়ার পরামর্শও দেন তিনি। এছাড়া জিল্লুর রহমানের স্বপ্ন পুরণে ভৈরবকে জেলা ঘোষণার প্রক্রিয়া চলছে বলেও জানান ওবায়দুল কাদের।