মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ অন্যান্য অপরাধের অভিযোগ তদন্ত করছে মার্কিন সরকার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ দাবি করা হয়। বালাদেশে আশ্রয় নেয়া এক হাজারের বেশি রোহিঙ্গার সঙ্গে কথা বলেছে ২০ সদস্যের তদন্তকারী দল। সাক্ষতারগুলো পর্যালোচনা করে মে অথবা জুন মাসের প্রথম দিকেই মার্কিন পররাষ্ট্র দফতরে জমা দেয়া হবে। মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে তদন্ত প্রতিবেদনটি কাজে লাগানো হতে পারে। তবে প্রতিবেদনটি ট্রাম্প প্রশাসন জনসম্মুখে প্রকাশ করবে কিনা অথবা নতুন করে মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করা হবে কিনা তা নিশ্চিত নয়।