
সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়ন করা না হলে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,বেগম খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝঁকিতে রয়েছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিটি নিবার্চন ইসির জন্য অগ্নি পরীক্ষা। প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে নির্বাচন নিয়ে সরকারের ষড়যন্ত্র সফল হবে না
বলে মন্তব্য করেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই, এমন মন্তব্যও করেন তিনি।