
রাজধানীর বাজারে এরইমধ্যে কমেছে মোটা চালের দাম। আগামি ১৫ দিনের মধ্যে অন্যান্য চালের মূল্য কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে কিছুটা বেড়েছে সবজির দাম। আর মাছ ও মাংশের বাজার আগের মতোই স্থিতিশীল।
সরবরাহ পর্যাপ্ত থাকলেও রাজধানীর বাজারে প্রায় সব ধরণের সবজির দামই গেল সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। নদীর মাছের মূল্য কিছুটা উর্ধ্বমুখী হলেও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। তবে বর্ষা মৌসুম আসলে দাম ক্রেতা নাগালের মধ্যে থাকবে বলে আশা ব্যবসায়ীদের।
সুখবর রয়েছে চালের বাজারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শিগগিরই কমতে শুরু করবে সব ধরণের চালের মূল্য। এদিকে, অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।