
মানবতাবিরোধী অপরাধে যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ ৫জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এ প্রতিবেদন তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরমধ্যে গ্রেফতার মো. আমজাদ হোসেন মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এসময় সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন। আগামীকাল এ প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানানো হয়। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।